বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা::
দিনাজপুরের বিরামপুরে একটি অটোচার্জার ভ্যানসহ ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আটককৃত আমামীরা হলেন-হাকিমপুর উপজেলার মংলাপাড়া(বালীপুকুর) গ্রামের
মিজানুর রহমান ছেলে নাঈম ইসলাম (২০)
এবং একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে
আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রাজু(১৬) এই সূত্রে পুলিশ জানায়।
বিরামপুর থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তর নির্দেশনায়
(১৭ জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজার রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও অফিসারসহ বিরামপুর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলা কালে পৌর শহরের চাঁদপুর মহল্লার মনার পুকুরপাড়ের উত্তর পার্শ্বে বিরামপুর কলেজ বাজার হইতে দিওড় ইউনিয়ন পরিষদে যাওয়ার পাকা রাস্তায় একটি ব্যাটারী চালিত ভ্যানকে সন্দেহ জনক হলে আটক করা হয়। এসময় থামানো অটোচার্জার ভ্যানটি তল্লাশি করে ভ্যানের উপর থাকা খড়ের ভিতর থেকে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামীদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন-মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে।