গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খয়রাবাদ তাহেরনগর মহল্লায় শৌচাগার নির্মাণে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। আজ সোমবার (১৪ জুন) বিকেলে নিচে সিসি ঢালায় দেওয়ার সময় সিমেন্ট,বালু ও ইটের খোঁয়ায় অনিয়ম ধরা পড়ে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,সে এই শৌচাগার নির্মানে অনিয়ম দেখে ৯৯৯ এ কল দিলে সে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলতে বলেন এবং উপজেলা নির্বাহী অফিসার ব্যবস্থা গ্ৰহনের অস্বাস দেন।
অপরদিকে স্থানীয় বাসিন্দা নাজির উদ্দিন জানান,এই শৌচাগার নির্মাণে ব্যপক অনিয়ম দেখে তারা কাজে বাঁধা প্রদান করে। এখানে নিচের সিসি ঢালাই যেখানে ৪ ইঞ্চি হওয়ার কথা সেখানে এক ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছিল এবং ইটের খোয়া ও সিমেন্টের পরিমাণ একেবারে কম ছিল।রহনপুর পৌরসভার মেয়র মহোদয়কে বিষয়টি অবগত করি। এবং ভালোভাবে কাজটি করার জন্য তারা সাধারণ জনগণ বলে।
বিসমিল্লাহ ট্রেডার্স এর ঠিকাদারের নিকট সাংবাদিক ও স্থানীয়রা কাজের ওয়ার্ক অর্ডার দেখতে চাইলে তিনি দেখাতে পারেন নি।
এ বিষয়ে রহনপুর পৌরসভার সহকারী প্রোকৌশলী সাগর মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিস্তারিত জানার জন্য রহনপুর পৌরসভায় অফিস টাইমে আসতে বলেন।রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি।