এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরর সীমান্তর্বতী বিরামপুর উপজলায় করানা প্রতিরোধ মাক্স না পরলই জরিমানা ও ২-৬ ঘটা আটকাদশ দওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজলা প্রশাসন।
সোমবার (১৪ জুন) উপজলা কন্ফারেন্স রুম প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতা ও ব্যবসায়িদের নিয়ে করেনা ভাইরাস প্রতিরোধ সচেতনতা বদ্ধি মূলক সভায় সর্বসম্মতিক্রমেএ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার পর উপজলার ৩০টি দশ হাজার মাক্স বিতরণ করা হয়ছে।
উপজলা কন্ফারন্স রুম ইউএনও পরিমল কুমার সরকারর সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার একএম ওয়াহদুন নবী, থানার ওসি সুমন কুমার মহন্ত অধ্যক্ষ শিশির কুমার সরকার, অধ্যক্ষ ফরহাদ হোসন, উপজলা আওয়ামীলীগর সহ-সভাপতি নারু গোপাল কুন্ডুও শিবশ কুন্ডু, প্রেসক্লাবর সভাপতি শাহীনুর আলম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন, ৭ নং ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী বৃন্দ।
এছাড়াও সভায় গণপরিবহণ ও খাবার হোটেল অর্ধেক আসন খালি রাখা, হাট বাজার, বাসষ্টান্ড ও রেল ষ্টেশন লোকজনের মাক্স পরা নিশ্চিত করার জন্য প্রশাসনিক অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।