সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর শিল্প জোন এলাকা হিসেবে পরিচিত চট্রগ্রামের মিরস্বরাই ও ফেনী জেলার সোনাগাজী। তারই ধারাবাহিকতা ফেনীতে হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণে এবং সুদক্ষ মানুষ গড়ার প্রত্যয়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জেলার ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউপিস্থ শুভপুর ব্রিজ নির্মানের দাবি জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। তিনি সোমবার (১৪ জুন) মহান সংসদে দাঁড়িয়ে ফেনী বাসির পক্ষ থেকে বাজেট পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করে এ বক্তব্য রাখেন। বক্তব্যর পর পরই ফেনী জেলার জনগন বিশেষ করে ফেনী-১ আসন (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) এর সর্বস্তরের জনগন সাধুবাদ জানান।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রিয় নেত্রীকে ভূয়সী প্রসংশা করে ফেইজবুকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করে আপলোড দিয়ে যাচ্ছে। তিনি সংসদে দাঁড়িয়ে আরো বলেন, প্রতিটি নাগরিকদের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন সময়ে সকলকে এগিয়ে আসতে হবে। ধনী গরীবের বৈষম্য দূর করতে হবে। স্বাধীনতার ৫০ বছর পরও ধনী গরীবের বৈষম্য বৃদ্ধি হতে চলেছে। আমি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন এসব বৈষম্য মোকাবেলা করেন। সংসদে দাঁড়িয়ে তিনি আরো বলেন, জাতীয় উন্নয়ন, মানব উন্নয়ন, টেকসই উন্নয়নের ক্ষেত্রে আমার দল জাসদ সমর্থন করে যাবে। গরীব, খেটে খাওয়া মানুষ বিরোধী কোন বাজেট না করে সেদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান।