আল-আমিন, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা কলমাকান্দা সীমান্তে আবারও বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা আটক করেছে ৩১ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১০ জুন) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইদিন ভোর রাতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপি’র হাবিলদার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল ১১৭১ নং সীমান্ত পিলার এর নিকটে বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক এলাকা হতে ১,৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা।
তিনি আরো জানান, জব্দকৃত চা পাতার বিষয়ে কলমাকান্দা থানায় জিডি করা হবে।
এর আগেও একই সীমান্তের একই এলাকা থেকে চা-পাতা, গরু, মহিষ সহ বিভিন্ন ভারতীয় কসমেটিকস আটক করা হলেও জড়িত কোন চোরাকারবারিকে আটক সম্ভব হয়নি। প্রতিবারের মতো এবারও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি!
জনমনে প্রশ্ন থেকে যাচ্ছে, সীমান্ত পেড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরে কিভাবে আসছে এই সমস্ত অবৈধ পণ্য, কারাই বা আনছে, যারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে.?!