সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ নারীর যথাযোগ্য মর্যাদা দিতে পারলে, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে পারবো বলে মন্তব্য করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নারী অধিকার প্রতিষ্ঠায় “বিদ্যমান আইনী সহায়তা ও তৃণমূল নারী নেতৃত্বের ভুমিকা শীর্ষক” সেমিনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেন মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
সোমবার (৭ জুন) সকালে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে ”বিদ্যমান আইনী সহায়তা ও তৃণমূল নারী নেতৃত্বের ভুমিকা” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসনের ডিডি এলজিডির ডক্টর মনজুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং ছাগলনাইয়া উপজেলা ও পৌর সভার বিভিন্ন কাউন্সিলর, ইউপি সদস্য ও নারী নেতৃবৃন্দ।
ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল আরো বলেন, নারী’রা প্রশিক্ষণের মাধ্যমে পুরুষের পাশাপাশি কাজ করতে পারলে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনের যে স্বপ্ন দেখছেন তা গঠনে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে।