রাজশাহীতে করোনাভাইরাস( কোভিট১৯)-এর বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলী চলাচলে বিধি নিষেধ আরোপ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী।
করোনাভাইরাস (কভিট১৯) সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতি বিবেচনা করে আজ ৩জুন বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী জেলায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিধিনিষেধ গুলো হলঃ
প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, মার্কেটের দোকান বন্ধ থাকবে।
তবে ঔষধের দোকান, জরুরী প্রয়োজনীয় দ্রব্যাদি, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন /সৎকারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো আওতার বহিভূর্ত থাকবে।
সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ব্যতীত কোন ভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে নিজস্ব পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে।
সামাজিক অনুষ্ঠানসহ সকল ধরনের গণজমায়েত বন্ধ থাকবে।
সকল বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
জমিসহ অন্যান্য কৃষিপণ্য খাদ্য সামগ্রী পরিবহনও আদেশের আওতায় বহির্ভূত থাজবে।
বিধিনিষেধ অমান্য কারিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান,রাজশাহী জেলা প্রশাসক মোঃআব্দুল জলিল।