বৃহস্পতিবার থেকে রাজশাহীতে শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে।
তবে দোকানপাট থেকে অনলাইনে পণ্য বিক্রি করা যাবে। কোনো ক্রেতা সশরীরে দোকানে যেতে পারবেন না।
আজ ০২-০৬-২০২১ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ বলবদ থাকবে বলে জানান।
রাজশাহীতে নতুন করে ১০টি বিধিনিষেধের কথা বলা হয়েছে। করোনার বিধিনিষেধ অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে যাওয়া যাবে না।