সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট এর ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুন) বিকাল ৩ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট হাই স্কুল মাঠে উক্ত খেলাটি ফাইনাল খেলার মধ্যে দিয়ে সমাপনি হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরীর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী ও ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম।
টুর্নামেন্ট এর আজকের ফাইনাল খেলা উপজেলার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ছাগলনাইয়া পৌরসভা একাদশ বনাম পাঠানগড় ইউনিয়ন একাদশ টান টান উত্তেজনার মধ্যে দিয়ে নির্ধারিত সময়ে গোল শূন্য হওয়াতে ট্রাইব্রেকার পর্যন্ত গড়ায়। ছাগলনাইয়া পৌরসভা একাদশকে ২-৩ গোলে হারিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ শিরোপা জিতে নেয় পাঠানগড় ইউনিয়ন একাদশ। এসময় শত শত দর্শকদের মাঝেও খেলাটি উপভোগ করেন আগত অতিথিবৃন্দ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবছারুল হাই উজ্জলের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিল পৌর প্যানেল মেয়র মুন্সী নুর হোসেন, কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী, মোজাহারুল ইসলাম মুছা, হাবিবুর রহমান হাবিব, সাইফুল ইসলাম স্বপন, জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু তাহের বাবুল, ক্রীড়া সংস্থার সদস্য ও ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ছাঃসঃপাঃ হাই স্কুলের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, দৈনিক বাংলার অধিকার ছাগলনাইয়া প্রতিনিধি সেপাল নাথ সহ আরো অনেকে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সাপ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ। ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন ও দেলোয়ার হোসেন।