আগামী ৫ জুন পর্যন্ত জরিমানা ছাড়াই এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবে ঢাকা বোর্ডের সকল শিক্ষার্থীরা।
এছাড়াও এর আগে জরিমানা ছাড়া শনিবার (২৯ মে) ফরম পূরণের সময় শেষ হয়েছে।
রোববার (৩০ মে) ফরম পূরণের সময় বাড়ানোর কথা জানিয়ে সব স্কুল–কলেজে চিঠি পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
এবং বলা হয়েছে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় না করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সর্তক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ৫ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুন। এতে আরও বলা হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযোগ নেই। অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা বোড।