সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক বালিকা (অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) বিকাল ৩ টায় ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে এবং ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম.মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম।
ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে মাদক, কিশোর গ্যাং সহ সকল অপরাধ মূলক কাজ কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহবান জানান বক্তারা।
টুর্নামেন্টে মহামায়া ইউনিয়ন ও শুভপুর ইউনিয়নের খেলাটি উপভোগ করেন আগত অতিথিবৃন্দ সহ ক্রীড়ামোদী দর্শকরা।
এসময় আরো উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ্ সেলিম, জেলা জাসদ সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ্ ভুঁইয়া, রাধানগর ইউপি আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রউফ ভুঁইয়া, মহামায়া ইউনিয়ন আ’লীগ নেতা আবুল কালাম মাস্টার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবছারুল হাই উজ্জল, সহ-সভাপতি আবু তাহের বাবুল, সদস্য ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক সহ আরো অনেকে।