শনিবার দিবাগত রাতে ম্যানচেস্টার নাকি লন্ডন, আলোঝলমলে হবে কোন শহরের নীল আকাশ? প্রথমবার ফাইনালে পৌঁছেই বাজিমাত করতে মরিয়া পেপ গার্দিওলার ফুটবল দল।
আর চেলসি প্রতীক্ষায় দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগের জন্য। শেষ হাসিটা কে হাসবে, জানা যাবে রাতে পোর্তোয় ১৬ হাজার ৫০০ দর্শকের সামনে হবে ফাইনাল শেষেই বুঝা যাবে।
চ্যাম্পিয়নস লিগে অল ইংলিশ ফাইনাল হচ্ছে মাত্র তৃতীয়বার। ২০০৮ সালে চেলসি-ম্যানইউ আর ২০১৯ সালে একবার মুখোমুখি হয়েছিল লিভারপুল-টনেটহাম,তবে এবার ফ্রাংক ল্যাম্পার্ডের কাছ থেকে মৌসুমের মাঝপথে দায়িত্ব নেওয়ার সময় ফাইনাল ভাবনাতেই ছিল না টমাস টুখেলের।
চেলসি প্রিমিয়ার লিগে ৯ নম্বরে পিছিয়ে যাওয়ায় সেরা চারে থাকাটা ছিল চ্যালেঞ্জর।
এই সেই অভিযানে সফল হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন টুখেল।