২৬ মে বুধবার সদর উপজেলার কেগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের মোছাঃ আম্বিয়া খাতুন(৪০) সদর থানায় মামলাটি দায়ের করেন। নেত্রকোনা মডেল থানার মামলা নং -৪৮, ২৬-৫-২০২১ ইং।
মামলার বিবরনীতে প্রকাশ, ২৫ মে গভীর রাতে কে,গাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের আম্বিয়া বেগমের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি হয়। আম্বিয়ার অভিযোগের প্রেক্ষিতে মডেল থানা পুলিশ চোরাইকৃত গরু, পিক-আপ সহ একজনকে আটক করে।
আসামিরা হলেন, ১) মোঃ আলমগীর (২০), পিতা মোঃ আব্দুস ছালাম, গ্রাম- কৃষ্টপুর,থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোনা ২) মোঃ লিটন মিয়া, (৪২), পিতা- মৃত আলা উদ্দিন, গ্রাম- দুধকুড়া, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোনা ৩) মোঃ নুরুল হুদা, পিতা- মৃত ইদ্রিছ মিয়া, গ্রাম- নরেন্দ্রনগর, সদর- নেত্রকোনা। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
জানাযায় একজন সাংবাদিক সহ তিনজনের নামে গরু চুরির অভিযোগে নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, এসআই রফিকুল ইসলাম জানান, চোরাইকৃত গরু উদ্ধার হয়েছে।
আটক আলমগীরকে আদালত থেকে ১ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কথিত সাংবাদিক পরিচয় দানকারী নুরুল হুদা সহ অন্য আসামিদেরকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা।