মোঃ ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ভূইচিত্র এলাকায় ২০২০-
২১ অর্থ বছরের গ্রামীন অবোকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গৃহীত ১৮ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দে বহুল আলোচিত একটি রাস্তার নির্মাণ কাজ সম্পূর্ন হয়েছে।
এলাকাবাসীর সকলের সম্মতিক্রমে নির্মাণাধীণ রাস্তাটির নামকরণ
করা হয়েছে দীর্ঘদিনের উদ্যোগতা নান্নু মিয়া সড়ক নামে।
গ্রামবাসীর মতে নান্নু মিয়া এই রাস্তাটির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, সরকারি একোয়ারের বাইরে নিজের পাঁচ শতাংশ জায়গা রাস্তার উন্নয়নের জন্য ছেড়ে দিয়েছেন যার বাজার মুল্য প্রায় ২৫০০০০০টাকা, সংশ্লিষ্টদের সঠিক তদারকীর ফলে কোন অনিয়ম না হয়েই সম্পূর্ন হলো রাস্তাটির কাজ।
সরেজমিনে দেখা গেছে, ভূঁইচিত্র এলাকার বাতেন মাস্টারের বাড়ি থেকে মরহুম নান্নু মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ ফুট কাঁচা রাস্তা নির্মাণ কাজ শেষ হয়ে এখন চলছে
গাইডওয়ালের কাজ। লক্ষ্য করা গেছে, রাস্তাটি দক্ষিণ দিকে অথাৎ বাতেন মাস্টারের বাড়ি থেকে ২০০ ফুট রাস্তা ৯ ফুট প্রসস্থ করার কথা থাকলেও গ্রামবাসীর নিজ অর্থায়নে প্রায় ১৪ ফুট উঁচু করেন যাতে বর্ষাকালে রাস্তাটি পানিতে ডুবে না যায়।
এলাকাবাসী আরো জানান, আমাদের গ্রামের ৪নং ওয়ার্ডে প্রায় সহস্রাধিক লোকের বসবাস, রাস্তাঘাট না থাকার ফলে কৃষি জমির বাতরের উপর দিয়ে চলাচল করতে হতো, ছোট ছোট স্কুল ও মক্তব পুড়োয়া কমলমতি শিশুদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ, এখন রাস্তাটি হওয়াতে আমরা গ্রামবাসী খুব খুশি।
প্রকল্পের সভাপতি স্থানীয় সাবেক শিক্ষক মিনাজউদ্দিন আহম্মেদ পিযুস মাস্টারের নিকট জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন এই রাস্তাটির অভাবে কোন মানুষ মারা গেলে আমরা মৃত ব্যাক্তির লাশের খাটিয়া কবর স্থানে নিতে খুব কষ্ট পোহাতে হতো। তাই রাস্তাটি হওয়াতে আমাদের দীর্ঘ দিনের কষ্ট লাঘবসহ স্বপ্ন পূরন হল।