গত বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় ফুলতলার ডাউকোনা গ্রামে এ ঘটনা ঘটে। শুকুর ওই গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে। লম্পট শুকুরকে আটক করে আজ শুক্রবার জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
খুলনায তালশাঁস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে বলৎকার করে শুকুর সরদার (১৭) নামে এক কিশোর।
পুলিশ জানায়, শিশুটির আত্মচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে গেলে শুকুর পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।