ময়মনসিংহ নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ।অপর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
নান্দাইল পৌরসদর বাজারের মোরগ মহালে ২০ মে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী ব্যবসায়ী সরজুল ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ পূর্বে বাতাসে রেন্টি গাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎ সরবরাহের একটি লাইন ছিঁড়ে মাটিতে পড়ে যায়।
অজ্ঞাত বসত সেই লাইনে পা পেলেন বিজয় (৫০) এক কাঠমিস্ত্রী ও রফিকুল ইসলাম (৪০) নামে দুই ব্যাক্তি। সাথে সাথে দাউদাউ করে আগুন জ্বলে উঠে।
পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করলে, তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিজয় (৫০) কে মৃত ঘোষণা করে। রফিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, বিজয়ের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সে নান্দাইল বাজারে আল-আমীন ফার্নিচারে মিস্ত্রি হিসেবে কাজ করতো। রফিকুল ইসলাম নান্দাইল পৌরসদরের পুরহরি গ্রামের মনসুর আলীর পুত্র।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ দৈনিক বাংলার অধিকার কে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।