সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ সচিবালয়ে তথ্য সংগ্রহের সময় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন ও তাকে আটকের প্রতিবাদে এবং দেশব্যাপী সাংবাদিকদের মিথ্যা মামলা সহ নির্যাতনের প্রতিবাদে ছাগলনাইয়া মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৯ মে) বেলা ১১ টায় ছাগলনাইয়া প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরে জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী’র সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কবির আহম্মদ ছিদ্দিকি, মোঃ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ শাহ আলম, মোঃ মাসুম বিল্লাহ্, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, দপ্তর সম্পাদক এনায়েত উল্যাহ সোহেল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম.নিজাম উদ্দিন সজিব, সাংবাদিক মাজহারুল ইসলাম ভুঁইয়া।
মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি জানানো সহ দেশের সকল সাংবাদিকদের নির্যাতনে তীব্র নিন্দা জানান । একই সাথে তাকে মুক্তি না দিলে ও অপরাধীদের বিচার করা না হলে শুধু মানববন্ধন নয় আন্দোলন আরও কঠোর করা হবে বলে ঘোষণা দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোস্তফা, অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক আবদুল হান্নান ভূঁঞা (সোহেল), প্রচার সম্পাদক যতিন্দ্র সুত্রধর, কফিল উদ্দিন, সাংবাদিক কাউসার হামিদ পিনু ও দৈনিক বাংলার অধিকার ছাগলনাইয়া প্রতিনিধি সেপাল নাথ সহ প্রমুখ।