করোনা মহামারির কারণে এশিয়া কাপ ক্রিকেট বাতিল করা হয়েছে।
শ্রীলঙ্কায় আগামী মাসে হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেট বাতিল করা হয়। এশিয়া কাপের এই আসর গত বছর পাকিস্তানে হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে সেটা পিছিয়ে এ বছর জুনে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এখন সেটাও বাতিল করা হয়েছে ।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান , ‘করোনা ভাইরাসের কারণে এই মুহুর্তে এশিয়া কাপ আযোজন করা সম্ভব হবেনা।
এশিয়া কাপ বাতিলের ঘোষণা দিয়ে ডি সিলভা আরো জানান, দলগুলি ইতিমধ্যে তাদের আগামী দুই বছরের শিডিউল নির্ধারণ করা হয়েছে ।
এখন সামনের দিনগুলিতে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবেনা এশিয়া কাপ ২০২৩ বিশ্বকাপের পরে অনুষ্ঠিত হবে বলে জানান।