গত কদিন ধরে গাজা থেকে ইসরাইলে ক্রমাগত রকেট হামলা চালিয়ে যাচ্ছে হামাস। তার জবাবে গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।
এতে হতাহত হচ্ছে ব্যাপক বেসামরিক নাগরিক। কিছুদিন শান্ত থাকলেও, গত শুক্রবার থেকে ফুঁসে উঠেছে পশ্চিম তীর। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন হাজারো ফিলিস্তিনি নাগরিক। এসময় আন্দোলন থামাতে বিক্ষোভে গুলি করেছে ইসরাইল বাহিনী।
তাতেই নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহত হয়েছেন আরো ৩ শতাধিকের ও বেশি । এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। গত শুক্রবারের নামাজের পর বেশকিছু স্থানে বিক্ষোভ হয় পশ্চিম তীরের।