কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সহসভাপতি, প্রবীণ সাংবাদিক জামিল হাসান খান খোকন মারা গেছেন।
তিনি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সহ সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকের সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য এবং নিউজ ২৪ চ্যানেলের জেলা প্রতিনিধি, দৈনিক স্বর্ণযুগের প্রকাশক ও সম্পাদক হিসাবে কর্মরত ছিলেন।
তিনি নিউরোসাইন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ মে) দিবাগত রাত ১ টায় তিনি মৃত্যু বরণ করেন।বুধবার (১২ মে) আনুমানিক রাত ১০ টার পর তিনি অসুস্থ হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়।পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে নিউরোসাইন্স হাসপাতালের রের্ফাট করেন।আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।