মুক্তিযুদ্ধের চেতনার ওপরে ভিত্তি করে, গোমস্তাপুর উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও বিশেষ ব্যক্তিত্ব কে তুলে ধরায় মুল উদ্যেশ্য।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার “হ্যালো গোমস্তাপুর/ হ্যালো গোমস্তাপুর’ অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ১নং গোমস্তাপুর ইউনিয়নের দুর্লভপুর পাড়ার একটি বাসভবনে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিনিধিদের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ(মিঠু), ইয়াকুব আলি মিয়া,এ্যাডমিনার মৃণাল কান্তি দাস, মোঃ বাহরাম মিয়া (কাজল), মনোয়ার জাহান (টুটুল), কাইসার আহমেদ (কানন), আসাদুজ্জামান , ইমামুল মুরসালীন (পিকু), আজিজুল ইসলাম (হিটু), কিরন আল কোরাইশী, আব্দুল মালেক, তোফাজ্জল হোসেন (আযম) প্রমূখ।
সংগঠনের পক্ষ থেকে এ্যাডমিনার বাহরাম মিয়া কাজল বলেন, আমাদের এই সংগঠনটি ২০২০ সাল থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে চলেছে। আমরা করোনা ভাইরাসের মধ্যে গরীব দুঃখীদের মাঝে অনেক সাহায্য প্রদান করেছি এর পূর্বেও দিয়েছি। আমাদের এই পথযাত্রা উপজেলার গরীব, দুঃখীদের জন্য চলমান থাকবে।আর এই সংগঠনের পাশে বিত্তবানদের এগিয়ে আসারও তিনি আহ্বান জানান।