বৈশ্বিক করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাগলনাইয়া উপজেলা শাখার পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।রবিবার (৯ মে) দুপুর ২ টায় স্থানীয় এক মসজিদে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল শেষে মধুমতি মার্কেটের সামনে দলীয় নেতা কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদলের (একাংশ) সভাপতি এস.এম শাহদাত উল্যাহ্, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব বিকাশের উদ্যােগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিল, মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাঈন উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভুঁইয়া টুটুল, শুভপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ওসমান হোসেন অনিক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সুজন, রাধানগর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আরমান ফরাজী, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, পাঠানগর ইউনিয়ন ছাত্রদল নেতা সাদ্দাম, রুবেল, আমজাদ, পৌর ছাত্রদল নেতা আলী আক্কাছ, তানভীর নজির সহ উপজেলা ও পৌর এলাকার সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
এসময় উপজেলা ছাত্রদলের (একাংশ) সভাপতি এস.এম শাহাদাত উল্যাহ্ ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানান, আমরা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে উপজেলার ৫৪ টি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রায় দুই শতাধিক প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করি। এর মাঝে গোপনে আরো ৫০টি পরিবারে জন্য প্রদান করা হয়। আমাদের মমতাময়ী দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল শেষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমরা উপজেলার ৫৪ টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের জন্য অতীতের মত যেকোন সময় পাশে আছি, থাকব ইনশাআল্লাহ্। তিনি আরো বলেন, আজকে খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি, লবন, বাংলা শাহী সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, বাদাম ও কিসমিস। এই খাদ্য সামগ্রী আমাদের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে।