সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১১টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম। এসময় জগন্নাথ সোনাপুর মৌজায় ফেনী নদী হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। বালু উত্তোলনকারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর অধীনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম জানান, এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা ছিল ছাগলনাইয়া থানা পুলিশ দলের সদস্যবৃন্দ সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী।