মোঃরাজা মিয়া গাইবান্ধা ,সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ
বোরো ধানে স্বপ্ন বুনে কৃষক। কষ্ট আর চেষ্টায় ফলে ফসল। বিশ্ব পায় খাদ্যশস্য। যুগ যুগ ধরে চলছে তবে পরিবর্তন হচ্ছেনা কৃষকের ভাগ্য, তবুও তারা দু’চোখে দেখে আশার আলো দেখে সুখের স্বপ্ন। এবারেও তার পরিবর্তন হয়নি সারদেশের ন্যায় সুন্দরগঞ্জ কৃষকরা সোনালী শীষে বুনছে সুখের স্বপ্ন।
জানা গেছে, কখনো খড়া, বন্যা অতি বৃষ্টি আর ভাঙ্গন প্রায় সময় কেড়ে নেয় এই অঞ্চলের কৃষকের স্বপ্ন। ভেঙ্গে দেয় সব আশা পুজি হারিয়ে হয় নিঃস্ব তবুও থেমে থাকে না কৃষক। চালিয়ে যায় চেষ্টা শক্ত হাতে পড়ে থাকে মাঠে। জমিতে ফলিয়ে তোলে ফসল। বাংলাদেশসহ বিশ্ব হয়ে উঠে খাদ্যে সয়ংসম্পর্ন। চলতি মৌসুমে সারা দেশের ন্যায় বসে নেই সুন্দরগঞ্জ কৃষক। চেষ্টা আর পরিশ্রম করে উপজেলার মাঠে মাঠে ইরি বোরো চাষে ভরিয়ে তুলেছে। দোল খাচ্ছে সোনালী শীষ, কৃষক বুনছে সুখের স্বপ্ন। সরেজমিনে ঘুরে দেখা গেছে এবারে ইরি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে সুন্দরগঞ্জ । ফসল ভালো ও দাম ভালো থাকায় কৃষকদের মুখেও ফুটে উঠেছে হাসির ঝিলিক। কথা হলে বেলকা কৃষক রবিউল , ও মোশারফ অনেকে জানান, ফসল বেশ ভালো হয়েছে এছাড়াও দামও ভালো রয়েছে প্রতিকূল পরিবেশ ভালো থাকলে লাভোবান হওয়ায় যাবে। তারা আরো জানান, নিজেদের জন্য রেখেও বাজারে বিক্রি করে পয়সা পাওয়া যাবে।