সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বৈশ্বিক করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ১৪ দিনের লকডাউনে ছাগলনাইয়ায় স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধিরা তেমন একটা এগিয়ে না আসলেও এগিয়ে এসেছে ফেনী ছাগলনাইয়া উপজেলার মানবিক নির্বাহী অফিসার হিসেবে খ্যাত সাজিয়া তাহের চৌধুরী। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদের শিশু পার্কে প্রায় তিন শতাধিক গরীব, অসহায়, হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা প্রশাসন।
সূত্রে জানাযায়, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরীর উদ্যোগে পরিষদের সকল কর্মকর্তাদের আর্থিক সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল আলু ২ কেজি, চাল ১০, চিনি ১, লবন ১, ছনা বুট ১ ও মুড়ি ১ কেজি। একই দিনে উপজেলার মহামায়া ইউনিয়নের গুচ্ছ গ্রামে বসবাসরত অসহায়দের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিল সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম তিশা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা কামাল, প্রকল্প কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল হুদা সহ আরো অনেকেই।