বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী মারকাজ ইমামে রাব্বানী দরবার শরীফের চতুর্থ শাহজাদা আওলাদে রাসূল দ. আল্লামা সৈয়দ মোহাম্মদ জাহের শাহ্ মোজাদ্দেদী চির বিদায় নিয়েছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। আজ বুধবার সকাল আনুমানিক ৮ঘটিকায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। মরহুমের ছোট ভাই ইমামে রাব্বানী দরবার শরীফের ছোট সাহেবজাদা আওলাদে রাসূল দ. সৈয়দ মোহাম্মদ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, তিনি জীবদ্দশায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় দাওয়াতে অংশ নেন। মৃত্যুকালে দুই মেয়ে ও স্ত্রী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আরও জানা গেছে, মরহুমের বাবা পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ, আওলাদে রাসূল দ., পীরে কামেল, মোজাদ্দেদে জামান, কাইউমে জামান, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, হাজীগঞ্জস্থ ইমামে রাব্বানী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আবু নসর সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী।
পরিবার সূত্রে জানা গেছে, সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী ভাইদের মধ্যে ৪র্থ। গত বছর তার বড় ভাই সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী চির বিদায় নেন। বর্তমানে বড় ভাই সৈয়দ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী, ছোট ভাই সৈয়দ নাছের শাহ্ মোজাদ্দেদী ও সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী জীবীত রয়েছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীন পীর আওলাদে রাসূল দ. আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচীব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরুহমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেলে আছরের নামাজের পর নারায়নগঞ্জে দুটি নামাজে জানাজা এবং হাজীগঞ্জে আগামীকাল সকাল ৬টায় ইমামে রাব্বানী দরবার শরীফে একটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমকে ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্সে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।