পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন ডাকুয়া ইউনিয়ন নিধুরাম ভুঁইয়া বাড়িতে বাসন্তী পূজা উদযাপন করা হয়েছে ও
বিভিন্ন মন্দির প্রতিষ্ঠানে পূজা উদযাপন।
বিভিন্ন মন্দির প্রতিষ্ঠানে হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব বাসন্তী পূজা উদযাপন করা হয়েছে। রবি বার রাত ১২ টা সময় প্রথম পূজা, পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন ডাকুয়া ইউনিয়ন।
করোনা কালি জন্য কোন মন্দিরে আনন্দ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয় না,
বিভিন্ন মন্দিরে এ বাসন্তী পূজা পালন করা হয়, এ পূজা রামের নামে পূজা করা হয় হিন্দু ধর্ম থেকে এ পূজা বাসন্তী পূজা বলা হয়।
বাসন্তী পূজা এই বছর তিথি ব্যাতিক্রম কারনে চৈত্র মাসে হয় নায়, তাই বৈশাখ মাসে এই বাসন্তী পূজা করা হয়।
সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মালম্বিদের এ উৎসব। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান আধুনিককালে প্রচলিত রয়েছে, তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সাদৃশ্য দেবী বাগেশ্বরী পূজা করতেন বলে জানা যায়।
কার্তিক মাসে কার্তিক পূজা করা হয়।
শ্রী শ্রী নিধুরাম ভুইয়া বাড়ি দুর্গা মন্দিরে পূজা
নাযেব বাড়ি মন্দিরে বাসন্তী পূজা বাসিক আয়োজন করা হয়। হিন্দু ধর্মলম্বিরা বিশেষ করে এ পূজা টা মানসিক পূজা করা হয়।
এ পূজা টা ৫ম দিন পযন্তো করা হয়, পূজা অর্চনা করে এবং বিশেষ প্রার্থনা করা হয়। পরে সেখানে প্রসাদ বিতরণ করা হয়।