করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরী মারা গেছেন গতকাল।
ফাইল ছবিঃ
রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গত শুক্রবার রাত ১২টার দিকে তিনি মারা যান। তার মরদেহ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার দাফনের সিদ্ধান্ত আজ শনিবার (১৭ এপ্রিল) সকালে জানানো হবে।
কবরীর ছেলে শাকের চিশতী সাংবাদিকদের জানান, তার মা কবরীর জানাজা ও দাফনের বিষয়ে শনিবার সকালে সিদ্ধান্ত দেওয়া হবে।
গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কবরীকে।
কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন কবরীকে লাইফ সাপোর্টে নেওয়া হলে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।