সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ’র আতঙ্ক এখন বিশ্বজুড়ে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশ সরকার ১৪ই এপ্রিল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, শপিংমল, দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে দেশের আনাচে কানাচে সহ সকল হাট বাজারে। এবার করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ সম্পর্কে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন ফেনীর ছাগলনাইয়া প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। রবিবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী’র সঞ্চালনায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সহ-সভাপতি মোঃ শাহ আলম, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে ছাগলনাইয়া পৌর শহরে বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে রিকশাওয়ালা, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, পথশিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ সহ সচেতনতামূলক প্রচারনা অংশ গ্রহন করেন প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।