করোনায় আতঙ্ক এখন বিশ্বজুড়ে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়ছে বিনোদনের ভুবনে সহ দেশের সকল হাট বাজারে। এবার করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ সম্পর্কে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান মিজান। শুক্রবার, (৯ এপ্রিল) সকাল ৯ থেকে ১১ টা পর্যন্ত পৌরসভার ৮ নং ওয়ার্ড (মটুয়া) সলিমউল্যাহ্ চৌধুরী রাস্তার মাথা, মটুয়া একাডেমি রোড়, সামছুল করিম রোড়, সুবেদারি রাস্তার মাথা সহ বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে রিকশাওয়ালা, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, পথশিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করলেন তিনি।
এ ব্যপারে মিজানুর রহমান মিজান দৈনিক বাংলার অধিকারকে জানান, মধ্যম মটুয়া ক্রীড়া সংস্থা, উত্তর মটুয়া দারুস সালাম ক্রীড়া সংঘ ও ফুলজান মুন্সীপাড়া একতা সংঘের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় শতাধিক মাস্ক বিতরণ করি। তিনি আরো বলেন, এটি আমার ক্ষুদ্র প্রয়াস। আমি ছোট মানুষ, আমার সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব ততটুকু করলাম। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য কিছু করা বলতে পারেন। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে মাস্কটা ব্যবহার করলে সুবিধা হবে। আক্রান্ত মানুষ মাস্ক ব্যবহার করলে তার থেকে এটি ছড়ানোর সুযোগ কম। আবার একজন সুস্থ মানুষের নিরাপত্তার জন্য এটি ব্যবহার করলে ভালো। আমার এই ক্ষুদ্র প্রয়াসের কার্যক্রম অব্যাহত থাকবে।