ছাগলনাইয়া উপজেলাধীন উত্তর পানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জহির- কপিল কল্যান ট্রাষ্ট ও প্রভাতী সংঘ’র উদ্যোগে ফ্রি- মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ফ্রি- মেডিকেল ক্যাম্প এলাকার অসহায়, দুস্থ, গরীব, মধ্যবিত্তদের মাঝে চর্ম, ডায়াবেটিস, চুক্ষু চিকিৎসা সহ বিভিন্ন রোগের প্রায় ৪০০ জন রোগীকে চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
ফ্রি- চিকিৎসা প্রদান করেন চর্ম ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহমুদুল হাছান, ডায়াবেটিস, শিশু মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শাহ জালাল বাবলু ও চুক্ষু বিশেষজ্ঞ ডাঃ এস এম সোহরাব খান।
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, নুরুল আফছার ও এ এস আই প্রদ্বীপ শীল’র সার্বিক সহযোগিতা এই ফ্রি-মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এই সময় সংগঠনের অন্যান্যদের সদস্য মাঝে উপস্থিত ছিলেন, সোহেল,নিজাম উদ্দিন,মামুন,সাফায়েত,বাহার,আলী হাসান,শুভ,নাছির,মেহেদী,নাহিদ,আলা উদ্দিন,তৌহিদ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।