কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ এক অসহায় পরিবারকে ঢেউটিন দেয়া হয়েছে। গতকাল শনিবার ক্ষতিগ্রস্থ গৃহকর্তা এরশাদ উল্যাহকে দুই বান ঢেউটিন ও অন্যান্য সরঞ্জাম তুলে দেন কাদলা ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক নূরে-ই আলম রিহাত। এসময় যুবলীগ নেতা ডা: ইকবাল হোসেন,আরিফ শাহ মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার মনপুরা গ্রামে সম্প্রতি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ এক পরিবারকে ঢেউটিন তুলে দিচ্ছেন, সমাজসেবক নূরে-ই আলম রিহাত।
কচুয়ায় ফ্রি ব্লাড উপজেলার উত্তরশিবপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় সামাজিক সংগঠন ‘রক্তের বাধন সংস্থার’ উদ্যোগে বিতারা ইউনিয়নের উত্তর শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. শাহজাহান সম্রাট।
সংগঠনের সভাপতি তরুন সমাজসেবক মো. হুমায়ুন কবির সুজন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা জিসান আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও কচুয়ার কৃতি সন্তান সরকার রায়হান জহির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল বণিক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ সরকার, সমাজসেবক ফিরোজ দেওয়ান প্রমুখ।
এসময় সংগঠনের উদ্যোক্তা মো. জুয়েল হোসেন, তরুন সমাজসেবক রাজিব পাটোয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহাগ মাহমুদ, সবুজ শান্ত, শাহাবুদ্দিন প্রধান, শামীম হোসেন, শাকিল প্রধান, রবীন্দ্র শীল, জীবন হোসেন ও সংগঠনের অন্যান্য সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে এলাকার প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।