রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বাম দল ও পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। আজ ২৫ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মতিঝিল শাপলাচত্বর এই ঘটনা ঘটে।
এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া ফুলপুরের ঐতিহাসিক জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার সাবেক ছাত্র মাওলানা রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশু বক্তাকে আটক করেন ।
ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলা চত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান সড়কটি বর্তমানে বন্ধ রয়েছে।
ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। তবে বিকল্প রাস্তা হিসেবে শাপলা চত্বর থেকে ফকিরাপুল হয়ে গাড়ি চলাচল করছে বলে জানা গেছে।
আরোও জানা গেছে, এর আগে গতকাল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলে সংঘর্ষ হয়েছে।
এতে আহত হয়েছে ২০-২৫ জন। বিক্ষোভকারীরা বলছেন, সরকারি দলের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। ছাত্রলীগ অবশ্য বলছে, তারা এ ঘটনা সম্পর্কে জানে না।
২৩শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোদীর সফরের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃত্ত্বে বিক্ষোভ করে বেশ কয়েকটি বাম দলের ছাত্র সংগঠন।