মোঃ মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি:
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে গণহত্যা দিবসের স্মৃতিচারণ,প্রামান্যচিত্র ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কলেজের গভর্নিংবডির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুদ্ধাকালীন কমান্ডার আব্দুর রশিদ পাঠান।
বক্তব্য রাখেন,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা,কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের,নজরুল ইসলাম,প্রভাষক ইয়াছিন মিয়া,মকিম বেপারী,মহিউদ্দিনসহ কলেজের শিক্ষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখছেন, কলেজের গভর্নিংবডির সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী ।