বালাগঞ্জ প্রতিনিধি::
২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে সকাল ১০টায় আদিত্যপুর ও গালিমপুর গণকবরে মৃতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও সাড়ে ১১টায় গণহত্যার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের পরিচালনায় সভাপতিত্ব করেন দেবাংশু কুমার সিংহ। আদিত্যপুর গালিমপুর সহ দেশে পাকিস্তানি বাহিনীর নিসংশ, পাষণ্ড অমানবিক গণহত্যার তথ্যবহুল বক্তৃতা করেন আলোচনা সভার প্রধান অথিতি বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। আরও বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস, সাবেক চেয়ারম্যান এম.এ মতিন, কৃষিবিদ সুমন মিয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, ক্ষুদ্রকৃষক ফাউন্ডেশন কর্মকর্তা রাজিব সরদার, সহকারি শিক্ষা কর্মকর্তা আতিকা আফরোজ, সাংবাদিক জাগির হোসেন সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে, সমাজসেবা অধিদফতর থেকে ক্যান্সার/কিডনী/লিভার সিরোসিস সহ ৬টি কঠিন রোগে আক্রান্ত ৪জনকে জনপ্রতি ৫০হাজার টাকা করে আর্থিক সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়।