বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ (২৩ মার্চ) বুধবার থানার মামলা সূত্রে জানা যায় পৌর এলাকার কলেজবাজার (টিএন্ডটিপাড়া) মহল্লার মাহমুদুল ইসলামের বাড়িতে রাত্রী ৯:৩০ ঘটিকার সময় এলাকার কিছু বখাটে ছেলের দল তার বাড়িতে প্রবেশ করে বাড়ির আসবাবপত্র ভাংচুর ও বাড়ির মালিক মাহমুদুল ইসলাম কে বেধড়ক মারপিট ও জখম করে এসময় গৃহকর্তার চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এসময় গুরুতর জখম মাহমুদুল ইসলাম কে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ রংপুরে পাঠানোর পরামর্শ প্রদান করেন।
এ ঘটনায় মাহমুদুল ইসলাম এর স্ত্রী রাহেলা আক্তার (৪৫) বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দ্বায়ের করেন। গত রাতেই মামলা এজাহার ভূক্ত হয় যার মামলা নং-৩২,তারিখ ২৩.০৩.২০২১খ্রি:।
এ ঘটনায় ২ জন এজাহারভুক্ত আসামীকে বিরামপুর থানা পুলিশ গ্রেফতার করতঃ দিনাজপুর আদালতে প্রেরণ করেছেন। থানায় এজাহারভূক্ত অনুযায়ী জানা যায় যে,পৌর এলাকার ঘাটপাড় মহল্লার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমানের মেয়ে সিনথিয়া আক্তার (১৭) কে ইসলামপাড়া মহল্লার আরজি বর্ণিত ২নং আসামি তানজিম ইসলাম তানিম প্রায় সময় রাস্তায় বিরক্ত করত এমতাবস্থায় বাদীর ছোট ছেলে তুহিন মামাতো বোন সিনথিয়াকে ভবিষ্যতে আর বিরক্ত না করার জন্য বললে আসামীগণ দল বদ্ধ হয়ে লাঠি,সোটা রড, চাকু,দেশীয় ধারালো অস্ত্র সাথে নিয়ে মাহমুদুলের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
এ বিষয়ে বাদীর নিকট জানতে তিনি বলেন- অবৈধভাবে জোর পূর্বক আমার স্বামী ও বাড়ীর উপর যে হামলা করেছে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
বিরামপুর থানার তদন্ত (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন-এ ঘটনায়
ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছে। এজাহার ভূক্ত ২ জন আসামীকে গ্রেফতার করতঃ বুধবার সকালে দিনাজপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।