কিশোরগঞ্জের সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যাটারিচালিত রিকশাচালক খুন হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের আগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম মানিক মিয়া (৫০)। তিনি সদরের কাশোরারচর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। এদিকে এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত শামীম মিয়া (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শামীম সদরের মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামের আবদুর রশিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে কিশোরগঞ্জ শহরতলির শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে সদরের জালালপুর বাজারে যাওয়ার কথা বলে যাত্রীবেশী শামীম রিকশায় ওঠেন। প্রায় আধাঘণ্টা পর কাশোরারচর চৌরাস্তার মোড়ে পৌঁছালে রাস্তা নিরিবিলি থাকায় রিকশাচালক মানিক মিয়া সামনে যেতে রাজি হননি। পরে রাজি হলে সেখান থেকে আধাকিলোমিটার দূরে নরসুন্দা নদীর পাড়ের আগপাড়া এলাকায় পৌঁছলে চালক মানিকের দুই হাঁটু ও ঊরুতে ছুরিকাঘাত করে রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে শামীম। এতে বাধা দিলে চালকের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়। চালকের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শামীম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে ছুরিকাঘাতে আহত মানিককে স্থানীয় লোকজন কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর সিদ্দিক বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আটক শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ হবে।