সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া জমদ্দার বাজারে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা মোবাইল কোর্ট সোমবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় মাস্ক পরিধান না করার দায়ে ২৮ জন ব্যাক্তিকে পৃথক ২৮ টি মামলায় মোট ৫,৬০০/- টাকা জরিমানা করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট জানান, মাস্ক পরিধান না করায় সরকারী বিধি অনুযায়ী ২০১৮ এর ৬৯ ধারা ঐ ব্যাক্তিদের জরিমানা করা হয়। তিনি সকলের প্রতি অনুরোধ করে আরো জানান, সকলকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে। মোবাইল কোর্ট এর জরিমানার ভয়ে নয় বরং করোনা সংক্রমণ রোধে নিজে সচেতন হয়ে, নিজের এবং পরিবারের সুস্থতার কথা চিন্তা করে মাস্ক পরিধান করি।
তিনি আরো জানান, দোকান মালিক এবং কর্মচারীদের প্রতি অনুরোধ মাস্ক পরিধান ব্যতীত কেউ আপনার দোকানে আসলে পন্য বিক্রয় কিংবা সেবা প্রদান করবেন না।করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে নিয়মিত মাস্ক পরিধানের উপর অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।