মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে যশোরের শার্শা থানা পুলিশ কতৃক আয়োজিত শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলমের সভাপতিত্বে কোভিড -১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে জনসচেতনতার লক্ষ্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও সতর্ক মূলক লিফলেট বিতরণ করা হয়
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য ও শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার দেশ সেরা উদ্ভবক মিজানুর রহমান মিজান সহ অনন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন যে দ্বিতীয় ধাপে সারাদেশ ব্যাপী করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে সে বিষয়ে সচেতন থাকার জন্য ও সতর্ক থাকার জন্য যশোর সহ সারা বাংলাদেশ পুলিশ এই কার্যক্রম হাতে নিয়েছে, আমরা জনসাধারণ কে সতর্ক করার লক্ষ্য এই মাস্ক ও লিফলেট বিতরণ করছি।
এসময় অনন্য বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সারাদেশের করোনা দ্বিতীয় ধাপে শুরু হয়েছে সবাইকে সতর্ক থেকে চলাচল ও মাস্ক পরে চলতে হবে কোনও ধরনের ভিড় কিংবা লোকজমাট করা যাবে না সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।