ময়মনসিংহের একটি হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় কারাগারে গেছেন দৈনিক আমাদের কণ্ঠের সাংবাদিক খায়রুল আলম রফিক। তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত।
গত রবিবার (৭ মার্চ) দুপুরে দ্রুত বিচার আইনে এ কারাদণ্ড দেন আদালত।
জানা যায়, ২০১৮ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হওয়া দরিদ্র রোগীদের নিম্নমানের খাবার বিতরণ ও হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক রফিক।
এরপর তার বিরুদ্ধে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ এনে ঠিকাদার হাসেম আলী দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি ময়মনসিংহের পিবিআইয়ের সাবেক এডিশনাল এসপি আবুবকর সিদ্দিক তদন্ত করে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন।
হাসপাতাল ভাঙচুরের কোনো আলামত তদন্তে পাওয়া যায়নি বলেও পিবিআই এর তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ দিকে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) সভাপতি খাইরুল আলম রফিকের বিরুদ্ধে মামলাটি উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।
বনেকের ভারপ্রাপ্ত সভাপতি তাজবীর হোসাইন বলেন, ‘খায়রুল আলম রফিক একজন প্রতিষ্ঠিত সাংবাদিক। সংবাদ প্রকাশ করার কারণে যদি এভাবে কারাভোগ করতে হয় তা জাতির জন্য লজ্জাজনক।’
সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাই বলে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারাদণ্ড হতাশাজনক।
সংগঠনটির তথ্য ও গবেষণা সম্পাদক এস ডি স্বপন বলেন, একজন আদর্শবান সাংবাদিক কে জেলে যেতে হবে এটা আমাদের জন্য দূরভাগ্য জনক, খায়রুল আলম রফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল,তাহলে কি একটি সাজানো মামলায় জেলে যেতে হবে, বিবেগ আজ হতভাগ্য হয়েছে।