সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ন্যাক্কারজনক হামলা, মন্দির ভাঙচুর, অবাধে লুটপাটের মতো ঘটনা ঘটেছে এর প্রতিবাদে সিলেট শহীদ মিনার চত্বর এবং আশেপাশের এলাকায় চলছে বিক্ষোভ মিছিল।
নোয়াগাঁওয়ে আজকের এই সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সারাদেশব্যপী আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ বিক্ষোভে সামিল হওয়া উচিত বলে সুনামগঞ্জের সকল হিন্দু সম্প্রদায়ের দাবি ।
সহ্যশক্তির সমস্ত সীমা পেরিয়ে গেছে শুধু সুনামগঞ্জ নয় সারা বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের উপরে এই হামলা চলছে।
কেউ জমিজমা দখল করছে আবার কেউ বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট করছে।
হিন্দু মহাজোটের নেতারা জানান যে কিছু কিছু জায়গায় এমন ভাবে হামলা করছে যে – এগুলো পূর্ব পরিকল্পিত। মা বোনদের উপর অমানবিক নির্যাতনের ঘটনা ও ঘটে যা জন সমাগমে প্রকাশ করা যায় না।
কিছু সংখ্যক মিডিয়া সংবাদ পরিবেশনের অনিচ্ছা নিরবে প্রকাশ করেন – এটি একটি স্বাধীন দেশ। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জনগনের কথা প্রকাশ করাই গণমাধ্যম গুলোর কাজ।
কিছু সংখ্যক তথ্য বাধা কারনে এগুলো সমচলনায় আসেনা।
শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের সংখ্যালগুুরা সাংবাদিকদের জানান এই ঘটনা গুলো সম্পূর্ণ সাজানো যা বাংলা ফিল্ম কে ও হার মানায়।
সিলটের মতো একটি জায়গায় এই ধরনের ঘটনা হবে তা মেনে নেয়া যায় না।
ক্ষতি গ্রহস্তরা মাননীয় প্রধানমন্ত্রী ও সুনামগঞ্জ পুলিশের দৃষ্টি আকর্ষণ সহ সরকারের কাছে আবেদন জাননা।
সুনির্দিষ্ট তদন্তের মধ্যে আসামিদের আইনের আওতায় আনতে জোর দাবি করেছেন।