বুধবার (১৭ মার্চ) বিকেলে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসাইন বিপ্লব হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের মাওলানা বেলায়েত হোসেন এর তৃতীয় ছেলে। দৈনিক বাংলাদেশের আলো রামগতি-কমলনগর প্রতিনিধি ইসমাইল হোসাইন বিপ্লব কমলনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন তার বড় ভাই ওমর ফারুক, কমলনগর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম তারেক ও দপ্তর সম্পাদক সৈয়দ মোঃ ফয়েজ।
মনোনয়নপত্র জমাদান শেষে ইসমাইল হোসাইন বিপ্লব বলেন,মানুষের ভোটাধিকার প্রয়োগ,ন্যায় বিচার, সুষম বন্টন ও হাজিরহাট ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সবাই যেন তার জন্য দোয়া করেন। তিনি যেন নির্বাচিত হতে পারেন, সেই প্রত্যাশা রাখেন।
প্রসঙ্গত, দেশের আসন্ন ইউনিয়ন পরিষদের ৩৭১ টি নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে ৩ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।