রংপুর বিভাগের কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরামপুরের আয়োজনে আজ (১৭মার্চ) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্তরে বুধবার কৃষকদের মাঝে প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬ (এমপি) শিবলী সাদিক, কৃষি যন্ত্রপাতির মধ্যে ধান কাটার যন্ত্র রিপার ২৭টি ও পাওয়ার থ্রেসার ১১টি বিতরণ করা হয়েছে।
অপর দিকে উপজেলা প্রাণী সম্পদ বিরামপুরের আয়োজনে ও সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-ত্বাতিক গোষ্ঠীর মাঝে আর্থ- সামাজিক ও জীবন মান উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ এর বাস্তবায়নে দিনাজপুরের বিরামপুরে আজ বুধবার ক্ষুদ্র নৃ-ত্বাতিক গোষ্ঠীর জনগণের মাঝে ৭৯টি বগনা গরু ও ৮ হাজার ৯শ ৭৫ কেজি গরুর খাদ্য বিতরণ করা হয়েছে। এতে প্রতি জন পাবে ১২৫ কেজি খাদ্য পাবে
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,সিনিয়র সহকারী পুলিশ সুপার(বিরামপুর সার্কেল) মিথুন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিগণ, বিভিন্ন স্কূলের প্রধানগণ, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।