কুড়িগ্রামের উলিপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সকাল ৯টা ৪৫ মিনিটে বিজয় মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। পরে উলিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নূর -এ -জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্হানীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরমেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু।
আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান,বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ কবির প্রমূখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন বলে আমরা স্বাধীন দেশ পেয়েছি।
এভাবেই বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। পরে তিনি প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এদিকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাইদুল ইসলাম প্রমুখ।