বিরামপুর ঢাকা মোড়ে রাস্তায় শ্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে পুলিশ জামায়াত শিবিরের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছে এবং ৩ জনকে আটক করে মঙ্গলবার (১৬ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। মামলা সূত্রে প্রকাশ, হাতে লাঠি, ইট পাটকেল ও মাথায় শিবিরের ফেস্টুন পরে সোমবার সন্ধ্যায় রাস্তার উপর বিভিন্ন শ্লোগান দিয়ে যানবাহন ভাংচুর করে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য সংগঠিত হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন, শহরের পূর্বজগন্নাথপুর গ্রামের মৃত: কাশেম মন্ডলের পুত্র আবুল কালাম আজাদ আলফা (৪৮), নিশিবাপুর ভাইগড় গ্রামের মৃত: নওশের চৌধুরীর পুত্র মেহেদী হাসান চৌধুরী পলাশ (৪৫) ও জোতমাধব গ্রামের মৃত: আযম মিয়ার পুত্র আবুল কালাম আজাদ (৫৫)। এঘটনায় পুলিশ ২৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। এসময় পুলিশ আলামত হিসেবে বাঁশের লাঠি ১৫টি, গাছের ডাল ১০টি, ইটের টুকরা ১৯টি ও ছাত্র শিবির লেখা কাগজের তৈরি ফেস্টুন ২টি। থানার ওসি মনিরুজ্জামান জানান, এজাহার নামীয় আসামীরা এলাকা ছেড়ে পালিয়েছে। সন্ধান পাওয়া মাত্রই তাদের গ্রেফতার করা হবে। এ ব্যাপারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।