মুজিব বর্ষ, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ছাগলনাইয়া গণপাঠাগার কর্তৃক আয়োজিত প্রকাশিত ম্যাগাজিন “একুশের কৃষ্ণচূড়া” এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ই মার্চ) বেলা ৩ টায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠানে গণপাঠাগার’র সভাপতি ডাঃ একে ফজলুল হক মজুমদার’র সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক কামাল হোসেন ভূঁইয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, পাঠাগারের সহ সভাপতি ও ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক আবুল কালাম মাষ্টার, আজীবন সদস্য ও ইম্পিরিয়্যাল স্কুলের সভাপতি নুর হোসেন মজুমদার, পাঠাগারের দপ্তর সম্পাদক মোঃ সেলিম, নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক আবুল হাসান, কবি ওবায়েদ মজুমদার, দৈনিক ফেনী সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠান শেষে কৃষ্ণচূড়া ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।