ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং ও সমন্বয় সভা মঙ্গলবার (১৬ই মার্চ) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী -১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এম.মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ ভুঁইয়া বুলবুল, ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবর রহমান পিপিএম, এছাড়াও সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলার সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, করোনা পরিস্থিতি ভয়ংকর রুপ ধারণ করায় সকলেরর মাঝে সচেতনতা বাড়াতে অনুরোধ জানান। অফিস, আদালত, হাটবাজার, রাস্তাঘাট কিংবা শপিংমল গুলোতে মাস্ক ব্যতিত কোন লোক চলাফেরা না করে বা ঢুকতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যদি জনগণ তাতেও ঠিক না হয় তাহলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনের আওতায় এনে জেল কিংবা জরিমানা করার আহবান জানান।