চাঁদপুর জেলায় বেশির ভাগই স্কুল-কলেজপড়ুয়া জেলা।
🔸৮টি উপজেলা,
🔹৭টি পৌরসভা,
🔸৮৯টি ইউনিয়ন এবং
🔹১২২৬ টি গ্রাম রয়েছে।
চাঁদপুর জেলার ৮টি উপজেলাঃ
১) চাঁদপুর সদর উপজেলা
২) হাজীগঞ্জ উপজেলা
৩) কচুয়া উপজেলা
৪) ফরিদগঞ্জ উপজেলা
৫) মতলব উত্তর উপজেলা
৬) মতলব দক্ষিণ উপজেলা
৭) হাইমচর উপজেলা
৮) শাহরাস্তি উপজেলা
পৌরসভাঃ
চাঁদপুর জেলার ৭ টি পৌরসভা-
১) চাঁদপুর পৌরসভা
২) হাজীগঞ্জ পৌরসভা
৩) কচুয়া পৌরসভা
৪) ফরিদগঞ্জ পৌরসভা
৫) মতলব উত্তর পৌরসভা
৬) মতলব দক্ষিণ পৌরসভা
৭) শাহরাস্তি পৌরসভা
ইউনিয়নঃ
চাঁদপুর জেলার ৮৯ টি ইউনিয়নঃ
🌐 চাঁদপুর সদর (মোট ইউনিয়ন ১৪টি)-
বিষ্ণুপুর, আশিকাটি, কল্যাণপুর, শাহ মাহমুদপুর, রামপুর, মৈশাদী, তরপুরচণ্ডী, বাগাদী, বালিয়া, লক্ষ্মীপুর, ইব্রাহিমপুর, চান্দ্রা, হানারচর এবং রাজরাজেশ্বর।
🌐 হাজীগঞ্জ (মোট ইউনিয়ন ১২টি)-
রাজারগাঁও উত্তর, বাকিলা, কালচোঁ উত্তর, কালচোঁ দক্ষিণ, হাজীগঞ্জ সদর, বড়কুল পূর্ব, বড়কুল পশ্চিম, হাটিলা পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, হাটিলা পশ্চিম এবং দ্বাদশ গ্রাম (নতুন)।
🌐 কচুয়া (মোট ইউনিয়ন ১২টি)-
সাচার, পাথৈর, বিতারা, পালাখাল, সহদেবপুর পশ্চিম, কচুয়া উত্তর, কচুয়া দক্ষিণ, কাদলা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ এবং আশরাফপুর।
🌐 ফরিদগঞ্জ (মোট ইউনিয়ন ১৫টি)-
বালিথুবা পশ্চিম, বালিথুবা পূর্ব, সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি পূর্ব, গুপ্টি পশ্চিম, পাইকপাড়া উত্তর, পাইকপাড়া দক্ষিণ, গোবিন্দপুর উত্তর, গোবিন্দপুর দক্ষিণ, চর দুঃখিয়া পূর্ব, চর দুঃখিয়া পশ্চিম, ফরিদগঞ্জ দক্ষিণ, রূপসা উত্তর এবং রূপসা দক্ষিণ।
🌐 মতলব উত্তর (মোট ইউনিয়ন ১৪টি)-
ষাটনল, বাগানবাড়ী, সাদুল্লাপুর, দুর্গাপুর, কলাকান্দা, মোহনপুর, এখলাছপুর, জহিরাবাদ, ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম, ফরাজিকান্দি, ইসলামাবাদ, সুলতানাবাদ এবং গজরা।
🌐 মতলব দক্ষিণ (মোট ইউনিয়ন ০৬টি)-
নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, খাদেরগাঁও, নারায়ণপুর, উপাদী উত্তর এবং উপাদী দক্ষিণ।
🌐 হাইমচর (মোট ইউনিয়ন ০৬ টি)-
গাজীপুর, আলগী দুর্গাপুর উত্তর, আলগী দুর্গাপুর দক্ষিণ, নীলকমল, হাইমচর এবং চর ভৈরবী।
🌐 শাহরাস্তি (মোট ইউনিয়ন ১০টি)-
টামটা উত্তর, টামটা দক্ষিণ, মেহের উত্তর, মেহের দক্ষিণ, রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ, সূচীপাড়া উত্তর,সূচীপাড়া দক্ষিণ, চিতোষী পূর্ব, চিতোষী পশ্চিম।