ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫নং মহামায়া ইউনিয়ন জয়নগর এলাকায় তাপস্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃৃৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২ জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহামায়া ইউপি সদস্য নুরুল করিম চৌধুরী সবুজ’র সঞ্চালনায় ও পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহামায়া ইউপি চেয়ারম্যান ও মহামায়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনডিসি’র ফেনী জেলার ক্ষুদ্রসেচ জোন’র সহকারী প্রকৌশলী মোঃ কামরুল হাসান, ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম’র এসও জানে আলম, মহামায়া ইউপি সদস্য জয়নাল আবেদিন নসু, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইউনুছ, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাব’র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, দপ্তর সম্পাদক মো: এনায়েত উল্যাহ সোহেল, অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন, দৈনিক বাংলার অধিকার ও দৈনিক স্বদেশ বিচিত্রা ছাগলনাইয়া প্রতিনিধি সেপাল নাথ ও সাংবাদিক সাখাওয়াত হোসেন প্রমুখ ।
খাল খনন প্রকল্পের জন্য বরাদ্ধ করা হয় ১২ লাখ ৫০ হাজার টাকা। বাস্তবায়ন অর্থ বছর ২০২০-২১ খ্রি:। ফেনীর রহমান ইঞ্জিনিয়ারিং ঠিকাদারী প্রতিষ্ঠান উক্ত খনন প্রকল্পটির কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জয়নগর জামে মসজিদের ইমাম মাওলানা আলা উদ্দিন ভূঁঞা’র পরিচালনায় এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।