আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ সহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্বে এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মেজবাহ্ উদ্দিন আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার ও জাসদ সভাপতি আবদুল হাই (মেম্বার)।
স্বাগত বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী।
সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অবদান নিয়ে বিভিন্ন তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। এসময় সভায় আরো উপস্থিত ছিল রাজনীতিবিদ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলার নারী উদ্যোক্তাসহ সেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।